আগষ্ট মাসব্যাপী বাউফলে গাছের চারা নিয়ে লক্ষাধিক শিক্ষার্থীর মৌন মিছিল

আগষ্ট মাসব্যাপী  বাউফলে গাছের চারা নিয়ে লক্ষাধিক শিক্ষার্থীর মৌন মিছিল

সাইফুল ইসলাম, বরিশাল.লাইভ : লক্ষাধিক শিক্ষার্থী হাতে সবুজ গাছের চারা নিয়ে পটুয়াখালীর বাউফলে ছিল আগষ্ট মাসব্যাপী মৌন মিছিল। উপজেলার প্রতিজন শিক্ষার্থীর হাতে গাছের চারা, মুখে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ‘হে বঙ্গবন্ধু তুমি বেঁেচ আছে আমাদের অন্তরায়ে। স্মরন করছি, আগামী হাজার বছরের স্বাক্ষী এ গাছের চারা’  । প্রথম চোঁখে পড়ে, ১লা আগষ্ট বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের আ.স.ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় মাঠ জুড়ে। ১৫শত শিশুর হাতে ছোট ছোট গাছের চারা। উপজেলা নির্বাহী অফিসার পিযুস চন্দ্র দে ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামূল হক আলকাচ মোল্লা ও আনুষ্ঠানিক ভাবে প্রথম গাছের চারা বিতরন করেন। এরপরে পর্যাক্রমে উপজেলার সকল ইউনিয়নের শিক্ষার্থীদের হাতে সবুজ গাছের চারা চারা দেখতে পাওয়া যায়। ১৫ আগস্ট উপজেলা চত্বরে জাতীয় সংসদ সদস্য সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি পৌর সভা এলাকার শিক্ষার্থীদের হাতে ফলদ গাছের চারা বিতরন মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।


সম্প্রতি ভালোবাশি বাউফল পরিচালক মো: আশরাফ আলী খান বাচ্চু উপস্থাপনায় বাউফল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনাতনে ৫ সহসস্রাধিক শিশুর মধ্যে গাছের চারা বিতরন করতে দেখা যায়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার পিযুস চন্দ্র দে গাছের চারা বিতরনী সভায় গাছ লাগাবার পদ্ধতি নিয়ে সকল শিক্ষার্থীদের ধারনা প্রদান করেন। তারই ধারাবাকিতায় গতকাল বাউফল পৌর সভার অর্ন্তভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ০৭ হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন। পর্যাক্রমে উপজেলার ১৫ টি ইউনিয়নের ৫ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থীর হাতে এ গাছের চারা তুলে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুকে স্বরন করিয়ে দেয়া হয়।
 ২০১৯ সালের আগস্ট মাস ব্যাপী ছিল গাছের চারা সবুজ সমারোহ। উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চত্বর, বিদ্যালয় আঙ্গিনাসহ বাড়ির রাস্তাঘাটে প্রতিজন শিশু শিক্ষার্থীর হাতে ছিল গাছের চারা।  চারাদিকে তাকালেই ভেসে উঠে প্রাথমিক, মাধ্যমিক কিংবা কলেজ শিক্ষার্থীর একহাতে বই অন্য হাতে গাছের চারা। কোমলমতি শিশুর হাতের গাছের চারা দেখতে যেন দৃশ্যমান হয়ে উঠেছিল।  

বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিযুস চন্দ্র দে প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিকদের এক মতবিনিময় সভায় জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: মতিউল ইসলাম চৌধুরী  স্যারের উদ্যোগে পটুয়াখালী জেলায় ১০ লক্ষ বৃক্ষ রোপণের কার্যক্রম গ্রহন করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় বাউফল উপজেলার আগষ্ট মাসব্যাপী পর্যাক্রমে ১৫ টি ইউনিয়নে ০১ চারা বিতরন করা হচ্ছে।